যুক্তরাষ্ট্র ভারত অস্ট্রেলিয়া ও জাপান চীনের ওয়ান বেল্ট ওয়ান রোডের বিকল্পের কথা ভাবছে


এবিএনএ : চীনের বেল্ট অ্যান্ড রোড ইনেশিয়েটিভের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত মিলে একটি যৌথ আঞ্চলিক অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়ে আলোচনা করছে। চীনের আঞ্চলিক আধিপত্য বিস্তার রোধ করতেই এমন একটি উদ্যোগের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস।অস্ট্রেলিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এমন একটি প্রকল্পের কথা ভাবা হচ্ছে। তবে চলতি সপ্তাহের শেষ দিকে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের যুক্তরাষ্ট্র সফরের সময়ে এ নিয়ে কোনো পাকাপোক্ত ঘোষণা আসবে না। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টার্নবুলের আলোচনার সময় এ নিয়ে কথা হবে। তাদের আলাপে বিষয়টি ভালোভাবেই গুরুত্ব পাবে বলে জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, এটিকে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে না। এটি হবে বিকল্প একটি উপায়। চীন কোনো অবকাঠামো নির্মাণ করতে পারবে না- এ কথা কেউ বলেনি। তিনি বলেন, চীন সম্ভবত একটি বন্দর নির্মাণ করতে যাচ্ছে, যেটি অর্থনৈতিকভাবে নির্ভরশীল হচ্ছে না। কিন্তু আমরা ওই বন্দরের সঙ্গে সড়ক বা রেলপথ যুক্ত করে সেটিকে অর্থনৈতিক লাভজনক করে তুলব। তবে জাপানের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধান সচিব ইওসিহাইড শুগাকে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারত নিজেদের স্বার্থের বিষয়গুলোতে নিয়মিত মতবিনিময় করছে। এটি এমন কিছু না, যেটি চীনের বেল্ট ও রোড ইনেশিয়েটিভের পাল্টা কোনো উদ্যোগ।