আমেরিকা

যুক্তরাষ্ট্র ছেড়েছেন বহিষ্কৃত ৩৫ রুশ কূটনীতিক

এবিএনএ : ৮ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘হস্তক্ষেপে’র অভিযোগে বহিষ্কৃত ৩৫ রুশ কূটনীতিক যুক্তরাষ্ট্র ছেড়েছেন।

রুশ দূতাবাসের এক কর্মকর্তার বরাত দিয়ে তাস জানিয়েছে, নতুন বছরের প্রথম দিন বহিষ্কৃত ওই কূটনীতিক ও তাদের পরিবারকে নিয়ে একটি ‘বিশেষ প্লেন’ নিউইর্য়ক থেকে রওনা হয়।

এর আগে, ডেমোক্রেটিক পার্টি ও পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাকের অভিযোগে ওই ৩৫ কূটনীতিককে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে তাদের যুক্তরাষ্ট্র ত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়। যদিও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের সব অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্রের বহিষ্কারের সিদ্ধান্তকে ভিত্তিহীন দাবি করেছে রাশিয়া।

Share this content:

Back to top button