এবিএনএ : যুক্তরাষ্ট্র আ’লীগে বিরুদ্ধে সড়যন্ত্রকারী সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও তার দোসরের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে সাউথজার্সি মেট্রো আ’লীগের নেতৃবৃন্দ। গতকাল ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে স্থানীয় গরমেট রেস্টুরেন্ট এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। নেতৃবৃন্ধ অনতিবিলম্বে সাজ্জাদ আবদুর রহিম বাদশা, মহম্মদ আলী সহ দলের ভিতরে লুকিয়ে থাকা খন্দকার মোসতাকদের আজীবন নিষিদ্ধ দাবী করেন। সাউথজার্সি মেট্রো আ’লীগের সাংগঠনিক সম্পাদক আমিরিকা বাংলাদেশ নিউজ এজেন্সীর চেয়ারম্যান সাংবাদিক শওকত শিমুল বলেন, ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আ’লীগ যখন বেগবান গতিতে এগিয়ে চলছে যখন যুক্তরাষ্ট্র আ’লীগ বাংলদেশ তথা বিশ্বে রোল মডেল বিএনপি জামায়েত সব সড়যন্ত্র রুখতে ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুস সামাদ আজাদের নেতেৃত্বে নিরলস কাজ করে যাচ্ছে। তখন জামায়েত বিএনপির এজেন্ট হিসাবে সাজ্জাদুর রহমানের নেতৃত্বে একদল বিপথগামী দলের ভিতর কোন্দলের দোহাই দিয়ে গতি রোধ করতে চাচ্ছে। তিনি আরো বলেন ড. সিদ্দিকুর রহমান সর্বকালের সর্বশ্রেস্ট সভাপতি তিনি যুক্তরাষ্ট্র আ’লীগ তথা বহুবন্দু পরিবারের একজন অতন্দ্র প্রহরী। কোন সড়যন্ত্র কারীই যুক্তরাষ্ট্র আ’লীগ তথা সিদ্দিকুর রহমানের ক্ষতি করতে পারবে না। বক্তা অনতিবিলম্বে সাজ্জাদসহ ওই সব কুচক্রীদের দল থেকে স্থায়ী বহিস্কারের দাবী জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিজিৎ চৌধুরী, লিটন, জাহাঙ্গীর ভ’ইয়া, সাব্বির ভূইয়া, জামিল, সামসুল ইসলাম শাহজাহান, শহিদ খান, রওশন উদ্দীন, জয়ন্ত সিনহা, ফরহাদ সিদ্দিক মাসুম, কাইয়ুম, সেখ সেলিমসহ প্রমুখ। সভা শেষে আ’লীগের জন্য দোয়ার আয়োজন করা হয়।