আমেরিকালিড নিউজ

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ কার্যকরী কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত

এবিএনএ : ৯ই অক্টোবর সোমবার এস্টোরিয়ার হোম-২ হোটেলের কনফারেন্স রুমে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ কার্যকরী কমিটির তৃতীয় সভা ৫৯ জন সদস্যের স্বত:স্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠিত হয় । সভার অন্যতম এজেন্ডা ছিল যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের পরবর্তী কাউন্সিল । এ ব্যাপারে উপস্হিত প্রায় সকলেই যার যার নিজস্ব অবস্হান থেকে তাদের বক্তব্য তুলে ধরেন । সর্বমোট বক্তা ছিলেন ৪২ জন । সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সন্মানিত সভাপতি ড.সিদ্দিকুর রহমান এবং সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ । ড. সিদ্দিকুর রহমান সভায় অন্যান্য এজেন্ডা নিয়েও বিস্তারিত আলোচনা করেন । বক্তাগণ তাদের বক্তব্যে কাউন্সিলকে ঘিরে বিভিন্ন ধরনের প্রস্তাব রাখেন । সকলেই তাদের প্রস্তাব ধৈর্য্য সহকারে শোনেন । সভার মেয়াদ প্রায় চার ঘন্টা স্হায়ী হয় । সর্বশেষে সভাপতি একটি সাফল্যজনক কাউন্সিল করতে সকলের সর্বাত্বক সহযোগিতা কামনা করে আরও আলোচনার পথ উন্মুক্ত রেখে আজকের সভার সমাপ্তি টানেন । জয় বাংলা, জয় বংগবন্ধু ।

Share this content:

Back to top button