আমেরিকা
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমানের মা আর নেই

এবিএনএ : যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমানের মা বেগম সামিনা খাতুন (১০০) আর নেই। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার দিকে বগুড়া জেলার সোনাতলা উপজেলায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মরহুমার মৃত্যুতে যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন দেশ থেকে শোক জানিয়েছেন দলের নেতাকর্মীরা। মন্ত্রীসভার সদস্য, জাতীয় সংসদ সদস্য, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্যসহ কেন্দ্রীয় নেত্রীবৃন্দ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়া উদ্দীন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসানসহ নিউইয়র্ক, নিউজার্সি, জর্জিয়া, ওয়াশিংটনের বাংলাদেশ কমিউনিটির নেত্রীবৃন্দ।

মরহুমার পুত্র যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান নিউইয়র্ক থেকে বুধবার রাতে স্বপরিবারে ঢাকায় অবতরণ করবেন। পরদিন বিকেলে সোনাতলা উপজেলার বালুয়াহাট ও পাতিলাচুড়ায় দুই দফা জানাজা শেষে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
Share this content: