হলিউডে সেক্সিজম : নতুন তথ্য জানালেন মিলা কিউনিস

এবিএনএ : মিলা কিউনিস জানিয়েছেন হলিউডের সেক্সিজমের আরেকটি বিব্রতকর ঘটনা। তিনি জানান, পুরুষদের এক ম্যাগাজিনের জন্য অর্ধনগ্ন হয়ে ছবি না তোলায় তাকে বেশ সমস্যার মোকাবেলা করতে হয়েছিল। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। খোলামেলা পোজ না দেওয়ায় এক প্রযোজক ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেন মার্কিন অভিনেত্রী মিলা কিউনিস। একটি ম্যাগাজিনে অর্ধনগ্ন পোজ না দেওয়ায় অখুশি ছিলেন ফিল্মের প্রযোজক। এ বিষয়ে মিলা বলেন, “আমি একটি সিনেমার প্রচারের জন্য একটি ম্যাগাজিনে অর্ধনগ্ন পোজ দিতে অস্বীকৃতি জানিয়েছিলাম। আমি তখন কোনোভাবেই এসব করার জন্য প্রস্তুত ছিলাম না। আমি খুব রেগে গিয়েছিলাম। নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো না বলেছিলাম। সে জন্যই ওই প্রযোজক অনেক রেগেছিলেন। সিনেমাটি অনেক আয় করেছিল, আমিও পরবর্তীতে অনেকবার কাজ করেছি এই শহরে।” মিলা জানান, অতীতে এরকম আরও অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছে তার। তিনি বলেন, ‘আমরা এরকম একটা পরিবেশে বাস করি যেখানে মুখ খুললেই আপনার জীবনের ওপর হুমকি চলে আসবে। আমার ক্যারিয়ারে এরকম বহু মুহূর্ত এসেছে যখন আমি অপমানিত হয়েছি, পারিশ্রমিক কম পেয়েছি, আমাকে পাত্তা দেওয়া হয়নি, লিঙ্গ বৈষম্য করা হয়েছে। সব সময়ই আমি মানুষকে সুযোগ দিয়েছি।’ তবে এসব সমস্যাকে পাত্তা না দিয়ে তিনি ক্যারিয়ারে এগিয়ে গিয়েছেন বলে জানান।
Share this content: