
এবিএনএ : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একটি সরকারি ভবনে বন্দুকধারীর হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
ভার্জিনিয়া পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে ভার্জিনিয়া বিচ সিটির একজন কর্মী হিসেবে শনাক্ত করা হয়েছে। সরকারি সেবা প্রতিষ্ঠানের ওই ভবনে ‘এলোপাতাড়ি’ গুলি চালায় সে। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়।
পুলিশ আরও জানায়, হামলাকারী স্থানীয় সরকারের ওই কার্যালয়ে দীর্ঘদিন ধরেই কাজে নিয়োজিত ছিল। তবে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ভার্জিনিয়া বিচ মিউনিসিপাল সেন্টারে হঠাৎ এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে বন্দুকধারী ওই ব্যক্তি। খবর পেয়ে পুলিশ গিয়ে ভবনটি ঘিরে ফেলে এবং প্রতিষ্ঠানে থাকা লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে শুরু করে। স্থানীয় পুলিশ প্রধান জেমস সার্ভেরা জানিয়েছেন, বন্দুকধারী এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করেও গুলি চালাতে শুরু করে। ওই সময় পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়।
Share this content: