আইন ও আদালতবাংলাদেশ

খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন ২৪ নভেম্বর

এবিএনএ : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য আগামী ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার পক্ষ থেকে দুই সপ্তাহের জন্য সময়ের আবেদন করা হলে ঢাকার বিশেষ জজ আদালত ৩ এর বিচারক আবু আহমেদ জমাদ্দার শুনানি শেষে এ আদেশ দেন।   এর আগে সকাল ১১টার দিকে ঢাকা বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে উপস্থিত হন তিনি। আদালতে হাজির হয়ে বেগম জিয়া দুই মামলায় আইনজীবীর মাধ্যমে হাজিরা প্রদান করেন। এ দিন মামলা দুটির তদন্ত কর্মকর্তার জেরার দিন ধার্য রয়েছে।   মামলার এজাহার থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। বাকি তিন আসামি হলেন জিয়াউল ইসলাম, মনিরুল ইসলাম খান ও হারিছ চৌধুরী।

Share this content:

Back to top button