আমেরিকালিড নিউজ

যুক্তরাষ্ট্রে মৃত ৪৭ হাজার ছাড়ালো, আক্রান্ত সাড়ে আট লাখ

এবিএনএ : করোনাভাইরাস মহামারির কেন্দ্র এখন মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। মৃতদের শেষকৃত্যের জায়গার সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪৮ হাজার ৯৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৬৭৬ জনের। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৫০ জন। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

যুক্তরাষ্ট্রের শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ২০ হাজার ৩৫৪ জনের। এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬২ হাজার ২৬৮ জন। নিউ জার্সি শহরে মৃত্যু হয়েছে ৫০৬৩ জনের। ম্যাসাসুসেটসে মৃত্যু হয়েছে ২১৮২ জনের। মিশিগানে মৃত্যু হয়েছে ২৮১৩ জনের, ইলিনয়ে মৃত্যু হয়েছে ১৫৬৫ জনের, লুসিয়ানায় মৃত্যুর সংখ্যা ১৪৭৩ জন, কানেকটিকাটে ১৫৪৪ জন, পেনসেলভেনিয়ায় ১৭১৩ জন এবং ক্যালিফোর্নিয়ায় ১৪৩২ জন। অন্য সব শহরগুলিতে মৃতের সংখ্যা ১০০০ এর কম।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৪ হাজার ২১৯ জনে এবং আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৩৭ হাজার ৬৮১ জন। অপরদিকে ৭ লাখ ১৭ হাজার ৭৫৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত তিন মাসে বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে।

করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশে নেয়াa হয়েছে সতর্কতামূলক পদক্ষেপ। অধিকাংশ দেশেই মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে মানুষের চলাফেরার ওপর বিভিন্ন মাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। কোনো কোনো দেশে আরোপ করা হয়েছে সম্পূর্ণ লকডাউন, কোথাও কোথাও আংশিকভাবে চলছে মানুষের দৈনন্দিন কার্যক্রম। এ ধরনের পদক্ষেপ নেয়ার কারণে পৃথিবীর বিভিন্ন এলাকার প্রায় অর্ধেক মানুষ চলাফেরার ক্ষেত্রে কোনো না কোনো মাত্রায় নিষেধাজ্ঞার ওপর পড়েছেন।

Share this content:

Related Articles

Back to top button