এ বি এন এ : যুক্তরাষ্ট্রে ডাকাতের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ আবুল কালাম। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউডেতে হামলার শিকার হন তিনি। স্থানীয় সময় রবিবার রাত ১২টার (বাংলাদেশ সময় সোমবার সকাল ১০টা) দিকে শেরম্যান ওয়েতে লিকোয়ার মার্ট নামের একটি সুপারশপে ডাকাতরা ওই হামলা চালায়। নিউ ইয়র্কে দুর্বৃত্তের হামলায় তিন বাংলাদেশি খুনের রেশ না কাটতেই এ ঘটনা ঘটল। স্থানীয় সূত্রে জানা যায়, সুপারশপের দায়িত্বপ্রাপ্ত আবুল কালাম যখন দোকানটি বন্ধ করছিলেন তখন দুজন ডাকাতির উদ্দেশ্যে সেখানে ঢোকে। তাঁর কাছে টাকা দাবি করে তারা। আবুল কালাম আপত্তি জানালে তখনই তাঁকে গুলি করে হত্যা করা হয়। লস অ্যাঞ্জেলেস পুলিশ ভিডিও ফুটেজ দেখে সন্ত্রাসীদের ধরার চেষ্টা করছে। আবুল কালামের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস থানার বাতাকান্দি গ্রামে। তাঁর বাবা প্রয়াত আলহাজ মোহাম্মদ ছাদিরুজ্জামান। যুক্তরাষ্ট্রে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাস করতেন আবুল কালাম। তাঁর বড় দুই মেয়ে ঢাকায় থাকেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে বিজ্ঞাপনী সংস্থা বিটপীতে যোগ দেন তরুণ আবুল কালাম। তিনি সেখানে কাজের পাশাপাশি বাটাসহ একাধিক ব্র্যান্ডের মডেল হয়েছিলেন। একজন ফুটবলার হিসেবেও বন্ধুদের কাছে তিনি জনপ্রিয় ছিলেন। মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ শিবিরেও যোগ দিয়েছিলেন তিন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর গাড়ির ঠিক সামনের ছবিতে যে তরুণকে (ন্যাড়া মাথার) দেখা যায় তিনিই আবুল কালাম। প্রসঙ্গত, গত ৩১ আগস্ট নিউ ইয়র্কের কুইন্সের জ্যামাইকা হিলস এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন বাংলাদেশি নাগরিক নাজমা খানম (৬০)। তাঁর বাড়ি শরীয়তপুরে। এ ঘটনায় গ্রেপ্তার যুবক পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ছিনতাইয়ে ব্যর্থ হয়ে সে নাজমাকে খুন করে। এর আগে ১৩ আগস্ট কুইন্সের ওজন পার্ক এলাকায় বাংলাদেশি ইমাম মাওলানা আলাউদ্দিন আখঞ্জি (৫৫) ও তাঁর সঙ্গী তারা মিয়া (৬৪) দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।