এবিএনএ: যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি দুগ্ধ খামারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও দুগ্ধজাত পণ্য মাখন দিয়ে ভরে গেছে আশপাশের ড্রেন ও খাল।
উইসকনসিন প্রাকৃতিক সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার পোর্টেজ কাউন্টির একটি খামারে আগুন লাগে। এতে ২০ গ্যালন মাখন স্ট্রম ড্রেনের মাধ্যমে সংলগ্ন খালে গিয়ে পড়ে। বৃহস্পতিবার পর্যন্ত সেগুলো পরিষ্কার করা হয়। এতে আরও বলা হয়েছে, এ ঘটনায় পরিবেশের ওপর প্রভাব ‘সামান্যই’ পড়বে।