আমেরিকালিড নিউজ

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হান্না’র আঘাত

এবিএনএ : যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হান্না। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে আঘাত হানা হান্নার প্রভাবে ভূমিধসের ঘটনা ঘটেছে। শক্তিশালী এই ঘূর্ণিঝড়কে প্রাণঘাতী বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সময় শনিবারে আঘাত হানা হান্নার কারণে ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৫ কিলোমিটার। ঝূর্ণিঝড়ের সময় প্রচন্ড বাতাসে বেশ কিছু বাড়িঘরের ছাদ উড়ে গেছে বলে জানানো হয়।

ঘূর্ণিঝড় হান্নার আঘাতের মধ্যেই ডগলাস ও গোনজালো নামের আরো দুটি ঘূর্ণিঝড় যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানতে যাচ্ছে। স্থানীয় সময় রবিবারে ডগলাস আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার।

৩২টি কাউন্টিতে দুর্যোগের সতর্কতা জারি করেছেন গভর্নর গ্রেগ অ্যাবোট। করোনাভাইরাসের কারণে জরুরি সেবাদান বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এক বিবৃতিতে গভর্নর গ্রেগ অ্যাবোট বলেছেন, যে কোনো ঘূর্ণিঝড়ই মারাত্মক চ্যালেঞ্জ নিয়ে আসে। তবে এখনকার ঘূর্ণিঝড়টির কারণে পরিস্থিতি আরও জটিল এবং গুরুতর হয়ে উঠেছে।

এদিকে প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া হারিকেন ডগলাস ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে হাওয়াই দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে। অপরদিকে আটলান্টিকে উৎপত্তি হওয়া ঘূর্ণিঝড় গোনজালোও যুক্তরাষ্ট্রের দিকে অগ্রসর হচ্ছে।

Share this content:

Related Articles

Back to top button