আমেরিকালিড নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপে ১৩ রুশ!

এবিএনএ : যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপে ১৩ রাশিয়ান জড়িত বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। এ ছাড়াও তদন্তে রাশিয়ার তিনটি প্রতিষ্ঠানের নামও উঠে এসেছে।বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে। যদিও হ্যাকিংয়ে সম্পৃক্ততার বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করে দিয়েছে রাশিয়া। নির্বাচনে হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাকিংয়ের অভিযোগও ওঠে রাশিয়ার বিরুদ্ধে। তবে নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প সেই সময় হ্যাকিংয়ের দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দেন।অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের সাবেক পরিচালক রবার্ট মুলার গতকাল শুক্রবার ১৩ রাশিয়ানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন।অভিযোগপত্রে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপে ওই ১৩ জন রাশিয়ান নাগরিক ছাড়াও দেশটির তিনটি প্রতিষ্ঠান জড়িত। এর মধ্যে মস্কোর সেন্ট পিটার্সবাগ ভিত্তিক একটি ইন্টারনেট গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। যাদের লক্ষ্য ছিল মার্কিন রাজনৈতিক ব্যবস্থায় মতানৈক্য দেখানো।বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল রড রোসেনটেইন বলেন, তদন্তে নির্বাচনে হস্তক্ষেপের ঘটনায় কোনো মার্কিন নাগরিকের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।এদিকে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয় নিয়ে শুক্রবার সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিফিং করেছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স।এরপর এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, তার নির্বাচনী ক্যাম্পেইনের সময় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।তদন্তে উঠে এসেছে, রাশিয়ার ওই গ্রুপ এমনভাবে কাজটি করেছে যাতে করে বোঝা যায় আমেরিকারই কেউ এ কাজ করেছেন। এমনকি তারা নিজেদের নামে যুক্তরাষ্ট্রে ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। রাজনৈতিক বিভিন্ন বিজ্ঞাপনের জন্য এই দল মাসে হাজার হাজার ডলার ব্যয় করেছেন। এ ছাড়াও তারা যুক্তরাষ্ট্রের একটি সার্ভার স্পেস কিনে নিয়ে রাশিয়ার অন্তর্ভুক্তির বিষয়টি গোপন করে। তারা আমেরিকার প্রকৃত নাগরিক সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বিভিন্ন বার্তা পোস্ট করেন। আর এসব কর্মকাণ্ড পরিচালনার জন্য তাদের মাসিক বাজেট ছিল ১.৫ মিলিয়ন ডলার।এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপে ১৩ রাশিয়ানের বিরুদ্ধে আনা অভিযোগকে হাস্যকর বলে মন্তব্য করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মাত্র ১৩ জন মানুষ যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করল? হাজার হাজার কোটি ডলার বাজেটের নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে মাত্র ১৩ জন ব্যক্তি এমন কাজ করলো? তাহলে এত উন্নত প্রযুক্তির কি হলো? এটা সত্যিই হাস্যকর।

Share this content:

Related Articles

Back to top button