তথ্য প্রযুক্তিলিড নিউজ
ফ্ল্যাশ কলে আইডি ভেরিফাই করবে হোয়াটসঅ্যাপ

এবিএনএ : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ফিচার। ভয়েস মেসেজ পাঠানোর আগে নিজে একবার শুনে নেওয়ার সুবিধাও যোগ করা হয়েছে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে যখন কোনো ব্যবহারকারী প্রথমবার লগ ইন করেন, তখন ডিভাইস ভেরিফিকেশনের জন্য একটি ৬ ডিজিটের কোড আসে। কিন্তু নেটওয়ার্ক সমস্যা হলে সেই কোড রিসিভ করতে সমস্যা হতে পারে। এবার সেই সমস্যার সমাধানে ভেরিফিকেশনের জন্য ফ্ল্যাশ কল চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। লগ-ইন করার সময়ে আপনার নম্বরে হোয়াটসঅ্যাপ থেকে একটি ফোন আসবে। আর তাতেই হয়ে যাবে ভেরিফিকেশন।
এরই মধ্যে জানা গেছে, একইসঙ্গে চারটি ডিভাইসে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে নতুন এই ফিচার থাকলে বারবার ভেরিফিকেশনের প্রক্রিয়াটাও সহজ হবে বলে মনে করা হচ্ছে। এর আগে হোয়াটসঅ্যাপ ওয়েবের জন্য ডেস্কটপ ভার্সনের সঙ্গে সঙ্গে ফোনেও ইন্টারনেট কানেকশন লাগত। কিন্তু মাল্টি ডিভাইস সাপোর্ট চালু হলে, আলাদা আলাদাভাবে প্রতিটি ডিভাইসেই স্বাধীনভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। অনেকটা ফেসবুকের মেসেঞ্জারের মতোই।
Share this content: