এবিএনএ : বর্তমানে ভারতীয় শোবিজ অঙ্গনের সবচেয়ে চর্চিত বিষয় ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মার বিয়ে। গত কয়েকদিন ধরে এ জুটির বিয়ের গুঞ্জন শোনা গেলেও বিষয়টি গোপন রেখেছিলেন তারা। তবে ১১ ডিসেম্বর বিয়ের পর ভক্তদের সুখবরটি জানান দুজন।
কিন্তু বিয়ে নিয়ে লুকোচুরি কেন খেললেন বিরাট-আনুশকা? আর দেশ ছেড়ে ইতালিতেই কেন বিয়ে করলেন এ জুটি? এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। আর উত্তর হলো, যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার পরামর্শেই এ কাজ করেছেন তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘বিরাট-আনুশকার ইতালিতে বিয়ের বুদ্ধিটা আদির (আদিত্য চোপড়া) ছিল। তিনি তাদের সতর্ক করেছিলেন যে, দেশে বিয়ে করলে পাপারাজ্জি ও অতিথিদের ভিড়ে বিশেষ দিনটি তামাশায় পরিণত হতে পারে।’
২০০৮ সালে যশ রাজ ফিল্মসের রব নে বানাদি জোড়ি সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন আনুশকা শর্মা। এছাড়া আদিত্য চোপড়াকে মেন্টর মনে করেন তিনি। শুধু তাই নয়, সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানিয়েছেন, আদিত্যর স্ত্রী রানী মুখার্জিকে তিনি নিজের আদর্শ মনে করেন। তাই পরামর্শটি বেশ গুরুত্ব দিয়েছেন আনুশকা। অনেকটা ছোট পরিসরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বিরাট-আনুশকা। এমনকি বিরাটের সতীর্থ খেলোয়াড় এবং আনুশকার ইন্ডাস্ট্রির উল্লেখযোগ্য কোনো বন্ধু ছিলেন না অনুষ্ঠানে। তবে আদিত্য-রানীকে ঠিকই নিমন্ত্রণ করেছিলেন এ জুটি।
যশ রাজ ফিল্মসের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র বলেন, ‘তারা (আদিত্য-রানী) বিয়েতে উপস্থিত হতে চেয়েছিলেন কিন্তু আদিত্য এখন থাগস অব হিন্দুস্তান সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় যেতে পারেননি। আমরা রানীকে বলতে শুনেছি, যেতে পারলে ভালো হতো।’