এবিএনএ: সারাদেশে তাপপ্রবাহের মাঝেই যশোর, খুলনা, ঢাকা, চট্টগ্রামসহ ১৬টি অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দেওয়া এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম দিক থেকে বয়ে আসা দমকা হাওয়া ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে প্রবাহিত হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসপ্রাপ্ত ১৬ অঞ্চল হলো:
ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল, ফরিদপুর, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, নোয়াখালী, রাজশাহী ও পাবনা।
আবহাওয়াবিদদের মতে, এই ঝড়বৃষ্টি আংশিক স্বস্তি দিলেও বজ্রপাতের ঝুঁকি থাকায় খোলা জায়গায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় কৃষি, যানবাহন চলাচল এবং নদীপথে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।