আমেরিকালিড নিউজ

‘যুক্তরাষ্ট্র আক্রান্ত হলে জাপানিরা সনি টিভিতে দেখবে’

এবিএনএ : জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অসম সামরিক মিত্রতা নিয়ে আবারও খেদ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হামলার শিকার  হয় তাহলে আমাদের সহযোগিতা করা জাপানের প্রয়োজন হবে না। তারা পুরোটাই সনি টেলিভিশনে দেখতে পারবে।

বুধবার ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জি-২০ শীর্ষ সম্মেলনে কোনো দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা হবে কিনা জানতে চাওয়া হয়। এর জবাবে ট্রাম্প বলেন, ‘আমাকে একটি সাধারণ বিবৃতি দিয়ে শুরু করতে দিন। প্রায় সব দেশই যুক্তরাষ্ট্রের কাছ থেকে অসাধারণ সুবিধা আদায় করেছে।’

অসম সামরিক চুক্তি ও সহায়তার অভিযোগ তুলে ট্রাম্প এরপর ন্যাটো  জোটের সমালোচনা করেন। এরপর তিনি একই ইস্যুতে জাপানের সমালোচনা করে বলেন, ‘জাপান যদি হামলার শিকার হয় তাহলে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ লড়ব…আমাদের জীবন ও সম্পদ দিয়ে। যদি আমরা আক্রান্ত হই, জাপানের সহযোগিতা করতে হবে না। তারা হামলার দৃশ্য সনি টেলিভিশনে দেখবে।’ এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে ব্লুমবার্গে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ব্যক্তিগতভাবে ট্রাম্প জাপানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিতে চাপ প্রয়োগ করেছেন। তার দাবি এই চুক্তিটি একপেশে এবং এতে যুক্তরাষ্ট্রের ক্ষতি হচ্ছে।

দ্বিতীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসানের পর ১৯৫১ সালে সানফ্রান্সিসকোতে প্রথম যুক্তরাষ্ট্র ও জাপানের কূটনৈতিক-সামরিক সহযোগিতা  চুক্তি হয়। ১৯৬০ সালে এটি সংশোধন করা হয়,যার আওতায জাপানে সামরিক ঘাঁটি নির্মাণের সুযোগ পায় যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী, জাপান আক্রান্ত হলে সামরিক সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।

Share this content:

Back to top button