ময়মনসিংহ মেডিকেল বন্ধ ঘোষণা


এবিএনএ : ময়মনসিংহ মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তিন শিক্ষার্থীকে বহিষ্কারের পর উত্তেজনার মধ্যে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
উপাধ্যক্ষ ও বিএমএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডাঃ আ.ন.ম ফজলুল হক পাঠান জানান, কলেজের ৫ম বর্ষের ছাত্র শহীদুলকে গত ১৮ জানুয়ারি কয়েকজন ছাত্র মারধর করে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ সহযোগী অধ্যাপক এম. এ বারীকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি তদন্ত শেষে রিপোর্ট পেশ করে।
সোমবার সকালে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে কলেজের একাডেমিক কাউন্সিলের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে কলেজের ৫ম বর্ষের ছাত্র শহীদুলকে মারধর করার ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২য় বর্ষের ছাত্র হিমেল, অনুপম ও সিয়ামকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। সেইসাথে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে এমবিবিএস অধ্যয়নরত সকল শিক্ষার্থীর ক্লাস স্থগিত ঘোষণা করা হয় এবং আবাসিক ছাত্র ও ছাত্রীদের সোমবার সন্ধ্যার মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেয়া হয়। এই নির্দেশ বিদেশি শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের বেলায় কার্যকর হবে না। বিদেশি ও পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা হলে থাকতে পারবেন।
ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রদের জন্য শহরে বাঘমারা মেডিকেল হোস্টেলে কড়া পুলিশী নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।