এবিএনএ: হাজার হাজার নেতা-কর্মীর যোগদানের মধ্যে দিয়ে ময়মনসিংহ পলিটেকনিক ইনিস্টিটিউট মাঠে শুরু হয়েছে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ।
শনিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় স্থানীয় পর্যায়ের নেতাদের বক্তব্যের মধ্যে দিয়ে সমাবেশ শুরু হয়। এর আগে সুবিশাল মঞ্চে উপস্থিত হন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে পাঁচ নেতাকর্মী নিহত ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় গণসমাবেশের ডাক দেয় বিএনপি। আজকের এই সমাবেশে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে কয়েক লাখ নেতা-কর্মী অংশ নিয়েছেন বলে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সমাবেশে আয়োজন সমন্বয় কমিটির আহবায়ক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স দাবি করেছেন।