আন্তর্জাতিকলিড নিউজ
জম্মু ও কাশ্মীরে সীমান্তে গোলাগুলি, ৫ জঙ্গি নিহত


এবিএনএ : জম্মু ও কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাঁচ জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিরা ভারত-পাকিস্তান সীমান্তবর্তী রেখা লাইন অব কন্ট্রোল (এলওসি) অতিক্রম করে তান্দধর সীমান্তে ঢুকে পড়লে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে তারা নিহত হন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আজ শনিবার ভোরে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। এসময় তাদের প্রতিহত করার চেষ্টা করে ভারতীয় সেনা সদস্যরা। এরপরই শুরু হয় গোলাগুলি। ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, বন্দুকযুদ্ধে পাঁচ জঙ্গি নিহত হয়েছে। তবে ঠিক কতজন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করেছিল তা এখনও স্পষ্ট নয়। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে গোলা-বারুদ উদ্ধার করা হয়।