নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস আজ, র্যালিতে নেতৃত্ব দেবেন ওবামা

এবিএনএ : আজ ১৮ জুলাই। শান্তিতে নোবেল বিজয়ী ও দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার জন্মদিন আজ। সারা বিশ্বে ম্যান্ডেলার জন্মশতবার্ষিকী পালিত হবে। জাতিসংঘ ঘোষিত নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস আজ। এই মহান নেতাকে সম্মান জানিয়ে ১৮ জুলাইকে ম্যান্ডেলা দিবস ঘোষণা করেছে জাতিসংঘ।জোহানেসবার্গে এক বিশাল র্যালিতে নেতৃত্ব দেবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ১৯১৮ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করেন ম্যান্ডেলা। এই মহান নেতার দীর্ঘ ২৭ বছর কেটেছে কুখ্যাত রবেন দ্বীপের কারাগারে। কারাগার থেকে বেরিয়ে শ্বেতাঙ্গদের ক্ষমা করে দেন তিনি।তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। ১৯৯৩ সালে এফ ডব্লিউ ডি ক্লার্কের সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান তিনি। মানুষকে শান্তি ও স্বাধীনতার পথ দেখিয়েছিলেন ম্যান্ডেলা। ২০১৩ সালের ৫ ডিসেম্বর ৯০ বছর বয়সে পরলোকগমন করেন তিনি।
Share this content: