আমেরিকালিড নিউজ

মোদিকে ‘ফাদার অব ইন্ডিয়া’ আখ্যা দিলেন ট্রাম্প

এবিএনএ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ফাদার অব ইন্ডিয়া’ হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয় মোদিকে তুলনা করেছেন রকস্টার এলভিস প্রেসলির সঙ্গেও।

হাউস্টনের বিশাল অনুষ্ঠানের পর মঙ্গলবার নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প।  মেদির উদ্দেশে ট্রাম্প বলেন, ৬৯ বছরের এই ভারতীয় নেতাই হলেন ‘ফাদার অব ইন্ডিয়া’। মঙ্গলবার নিউইয়র্কে দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমার মনে আছে আগের ভারতবর্ষ…খুবই ছিন্ন-বিচ্ছিন্ন ছিল এই দেশ। প্রচুর মতবিরোধ ছিল, প্রচুর লড়াই ছিল। এখন মোদি সবাইকে একত্রিত করেছেন। একজন বাবার মতো তিনি সবাইকে বেঁধে রেখেছেন। হয়ত তিনিই ‘ফাদার অব ইন্ডিয়া’। আমাদের উচিত তাকে ভারতের জনক বলে ডাকা… আমি মনে করি তিনি ভারতে দুর্দান্ত কাজ করছেন।

ট্রাম্প বলেন, অনুষ্ঠানটিতে যা প্রমাণিত তা হলো আমি ভারতকে কতটা পছন্দ করি এবং আপনাদের প্রধানমন্ত্রীকেও আমি কতটা পছন্দ করি। আমার ডানদিকে এই ভদ্রলোককে সবাই এত ভালবাসে! মোদি যেন এলভিস প্রেসলির আমেরিকান সংস্করণ! গ্র্যান্ড ‘হাউডি, মোদি!

রোববারের ওই অনুষ্ঠানে ৫০ হাজারের বেশি মানুষ অংশ নেন। ডোনাল্ড ট্রাম্প এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একই মঞ্চে ছিলেন। সেখানে টেক্সাসের ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। পরের বছর নির্বাচনে পুনরায় ট্রাম্প নির্বাচিত হবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন টেক্সাসের জনগণ! মঙ্গলবার ট্রাম্প বলেন, আমার ব্যক্তিগত রসায়ন (প্রধানমন্ত্রী মোদির সঙ্গে) দিন দিন ভালো হচ্ছে। মোদির প্রতি আমার শ্রদ্ধা রয়েছে এবং আমি তাকে সত্যিই ভীষণ পছন্দ করি। তিনি একজন দুর্দান্ত ভদ্রলোক এবং মহান নেতা।

প্রধানমন্ত্রী মোদিও ট্রাম্পকে উদার প্রশংসায় ভরিয়ে দেন। প্রধানমন্ত্রী মোদি বলেন, সিইও থেকে কমান্ডার-ইন-চিফ, বোর্ডরুম থেকে ওভাল অফিস, স্টুডিও থেকে শুরু করে বৈশ্বিক পর্যায়ে, রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি ও সুরক্ষা সর্বত্র ট্রাম্প গভীর ও স্থায়ী প্রভাব ফেলেছেন। মঙ্গলবার দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা বাণিজ্য ও সন্ত্রাস নিয়ে আলোচনা করেন। নয়াদিল্লির আপত্তি সত্ত্বেও চতুর্থবারের মতো ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীরের বিরোধ নিয়ে মধ্যস্থতার প্রস্তাবের পুনরাবৃত্তির কয়েক ঘণ্টা পরেই ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদকে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আরও বেশি পদক্ষেপের জন্য চাপও দেন।

Share this content:

Related Articles

Back to top button