
এবিএনএ : মহান মে দিবস যুক্তরাষ্ট্র আ:লীগের পক্ষথেকে বিশ্বের সকল শ্রমজীবী মানুষের প্রতি রইলো বিনম্র শ্রদ্বা জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ এক বার্তায বলেন আজ ঐতিহাসিক মহান মে দিবস’ । শ্রমিকগণ তাদের অধিকার আদায়ের জন্য এদিন রাজপথে নেমে এসেছিলেন । আর তাই নির্বিচারে শ্রমিকদের উপর গুলি চালিয়ে শ্রমিক হত্যা করেছিল শিকাগো শহরে তৎকালীন প্রেসিডেন্ট । এদিনে সবাইকে জানাই আন্তরিক লাল সালাম ও শুভেচ্ছা । এবং যুক্তরাস্ট্র আওয়ামী লীগের পক্ষথেকে একটি প্রস্তাবনা এই যে মহান মে দিবস কে মে দিবস না বলে শ্রমিক দিবস ঘোষণা করলে মনে হয় শ্রমিকদের অধিকার আদায়ে কিছুটা ভুমিকা হলে ও রাখতে পারবে । শ্রমিক দিবস যাতে আলোচনায় সীমাবদ্ধ না থেকে বাস্তবে কিছুটা সুযোগ সুবিধা বাড়ে শ্রমিকদের সে চিন্তাও আমাদের করতে হবে ।
Share this content: