এ বি এন এ : এইচএসসি পরীক্ষার ফল তুলনামূলক ছেলেদের চেয়ে মেয়েদের ভালো উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেয়েরা এগিয়ে যাচ্ছে, ছেলেদের পিছিয়ে থাকলে চলবে না। আজকাল মেয়েরা মনোযোগ দিয়ে পড়ালেখা করছে, ছেলেদেরও পড়ালেখায় মনোযোগী হতে হবে। আজ বৃহস্পতিবার সকালে গণভবনে এইচএসসি পরীক্ষার ফল হাতে পাওয়ার পর এক বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, দিনের পর দিন পরীক্ষার ফল উন্নত হচ্ছে। এতে আমরা খুশি। এখন মেয়েরা পরীক্ষায় ভালো করছে এতে আমরা আরও বেশি খুশি। আসলে ছেলে-মেয়ে আলাদা কিছু নয়, সবাই শিক্ষার্থী। তাদের শিক্ষার্থী হিসেবেই বিবেচনা করা উচিত। শিক্ষার ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের ভূমিকার কথা তুলে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় এসে দেখি শিক্ষার অবস্থা খারাপ। তখন আমরা শিক্ষার মানোন্নয়নে কাজ শুরু করি, বাজেট বৃদ্ধি করি। ফলে শিক্ষার মান বাড়ে, স্বাক্ষরতার হারও বাড়ে। আমরা স্বাক্ষরতার হার বাড়াতে পেরেছিলাম বলে ইউনেস্কো আমাদের পুরস্কার দিয়েছিল।