আইন ও আদালতজাতীয়বাংলাদেশলিড নিউজ
মেয়েকে দেখতে কানাডা গেলেন প্রধান বিচারপতি

এবিএনএ : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অসুস্থ মেয়েকে দেখতে কানাডা গেলেন। শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশে রওয়ানা হন প্রধান বিচারপতি। সেখান থেকে তিনি এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে যাবেন জাপানে বলে জানা গেছে।
জাপানে সম্মেলন শেষে ২২ সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে দেশে ফেরার কথা রয়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার। তার অনুপস্থিতিতে প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।
Share this content: