জাতীয়বাংলাদেশলিড নিউজ

পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও সীমাহীন দুর্ভোগ

এবিএনএ : বাস শ্রমিকদের ধর্মঘটের দ্বিতীয় দিন বুধবার ঢাকায় সকাল থেকেই তীব্র পরিবহন সংকট দেখা দিয়েছে। সকালে বাসা থেকে বের হয়ে কর্মক্ষেত্রে যেতে অসহনীয় যন্ত্রণায় পড়তে হয়েছে রাজধানীবাসীকে। অনেকে অটোরিকশা, রিকশায় তিন-চার গুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হয়েছেন। এ ছাড়া অসংখ্য মানুষকে হেঁটে চলাচল করতে দেখা গেছে।
রাজধানী ঢাকাসহ সারাদেশের জনজীবনে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো দেশ।
সিলেট, রাজশাহী, বগুড়া, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, খুলনা বিভাগীয় শহরসহ দেশের সব জেলা শহর থেকে দূরপাল্লার এবং আন্তঃজেলা রুটে কোনো বাস চলাচল করছে না। খুবই সীমিত আকারে চলেছে পণ্যবাহী পরিবহন।
সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুর জন্য দায়ী বাসচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে গত সপ্তাহে মানিকগঞ্জের আদালতে রায়ের পর থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এর পর সাভারে এক নারীর ওপর ট্রাক তুলে হত্যার অপরাধে আরেক চালকের মৃত্যুদণ্ড দেওয়ার পর শুরু হয় দেশজুড়ে ধর্মঘট।

Share this content:

Back to top button