এবিএনএ : সোশাল মিডিয়া টুইটারে খুব নিয়মিত রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সেরা এই অফ স্পিনার চট্টগ্রামের বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনের দিকে এক চোখ রেখেছেন। বাকি চোখটা ভারত-নিউজিল্যান্ড ম্যাচের দিকে। তবে ওই এক চোখের দেখাতেই অভিষেক ম্যাচ খেলতে নামা বাংলাদেশি অফ স্পিনার মেহেদি হাসান মিরাজের বোলিংয়ে মুগ্ধ হয়েছেন অশ্বিন। সেই মুগ্ধতার প্রকাশ তার টুইটে।
“এই অফি ভালো। মেহেদি হাসান।” টুইট করেছেন অশ্বিন। লাঞ্চের পর শুরুতেই নিজের তৃতীয় শিকার করেছেন মেহেদি। এরপর তুলে নিয়েছেন মঈন আলির উইকেট। তার শিকার যথাক্রমে বেন ডাকেট, গ্যারি ব্যালান্স, জো রুট ও মঈন।
লাঞ্চের পর প্রথম ওভারে মঈন সাকিব আল হাসানের বলে তখন দুবার আউট হয়েও রিভিউর কল্যাণে বেঁচে গেছেন। মেহেদির প্রশংসা করে টুইট করার আগে অশ্বিন লিখেছিলেন, “টেস্ট ক্রিকেটে লাঞ্চের পরই এমন রোমাঞ্চকর প্রথম ওভার দেখিনি আগে।”
নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় হয়েছিলেন অশ্বিন। এরপর ইংল্যান্ডের সাথে তাদের টেস্ট সিরিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বিশ্রাম পাওয়া অশ্বিন তাই চোখ রাখতে পারছেন চট্টগ্রাম টেস্টে। সেখানে ১৮ বছরের মেহেদি তাকে হয়তো সামনেও মুগ্ধ করবেন। কারণ, মেহেদি দলে আছেন অল রাউন্ডার হিসেবে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও সমান ক্ষুরধার তিনি। টেস্ট র্যাংকিংয়ে বিশ্বের সেরা অল রাউন্ডার অশ্বিনের জন্য তাই আরো চমক থাকতে পারে।