বিনোদন

মেট গালায় নজর কাড়লেন দীপিকাও

এবিএনএ : জাপানি ফ্যাশন ডিজাইনার কাওয়াকুবো রেই এবারের মেট গালার অনুপ্রেরণা। নিউইয়র্কের এই হাই-প্রোফাইল চ্যারিটি ইভেন্টে কাওয়াকুবোর স্টাইল মেনে অনেকেই হাজির হয়েছেন। ইভেন্টের থিম ছিল ‘আর্ট অব ইন বিটুইন’। মেট গালায় এই প্রথম দীপিকা পাড়ুকোন। টমি হিলফিগারের সাদা রঙের গাউনের ফ্লোরাল মোটিফ দেখা গেল তার হেয়ার অ্যাকসেসরিতেও। আন্তর্জাতিক অ্যাপিয়ারেন্সে এখনও পর্যন্ত সেভাবে নজর কাড়তে পারেননি দীপিকা।
তবে তার এবারের পোশাক মন্দ নয়। যদিও সিল্যুয়েট নিয়ে তেমন কোনও এক্সপেরিমেন্ট চোখে পড়ল না।

Share this content:

Back to top button