জাতীয়বাংলাদেশলিড নিউজ

মেট্রোরেলের প্রথম যাত্রী হিসেবে টিকিট কাটলেন প্রধানমন্ত্রী

এবিএনএ: মেট্রোরেলের প্রথম যাত্রী হিসেবে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে টিকিট কাটলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকিট কেটে প্লাটফর্মে প্রবেশের আগে প্রধানমন্ত্রী দিয়াবাড়ি স্টেশনে মেট্রোরেলের মূল উদ্বোধনী ফলক উন্মোচন করেন এবং একটি তেঁতুল গাছের চারা রোপণ করেন। এর আগে বুধবার সকাল ১১টার দিকে রাজধানীবাসীর বহুল প্রতীক্ষিত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধন শেষে সুধী সমাবেশে দেয়া বক্তব্যে প্রধামন্ত্রী বলেন, মেট্রোরেলের মাধ্যমে বাংলাদেশ দ্রুত গতির রেলযুগে প্রবেশ করলো। ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে চলবে মেট্রোরেল। এ সময় মেট্রোরেলকে বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রার মুকুটে আরেকটি পালক হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরও বলেন, অনেক টাকা খরচ করে মেট্রোরেল করা হয়েছে। এই মেট্রোরেল সংরক্ষণ করা সবার দায়িত্ব।

Back to top button