আন্তর্জাতিকলিড নিউজ

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প

এবিএনএ : মেক্সিকোর দক্ষিণ ও মধ্যাঞ্চলে বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে শুক্রবারের এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে মাটির ২৪.৬ কিলোমিটার গভীরে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ভূমিকম্প আঘাত হানার সঙ্গে সঙ্গে রাজধানী মেক্সিকো সিটির বিপৎসংকেত বেজে ওঠে। শহরের ভবনগুলো কাঁপতে থাকে। দেশটির ওয়াক্সাকা, গুয়েরেরো, পিউবলা ও কিওক্যাম রাজ্যেও এ ভূকম্পন অনুভূত হয়। এ সময় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।
মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো এক টুইট বার্তায় বলেন, ভূমিকম্পের পরপরই ন্যাশনাল ইমার্জেন্সি কমিটিকে সক্রিয় করা হয়েছে। তবে এ ভূমিকম্পে কোথাও বড় ধরনের কোনো ক্ষতিক্ষতির খবর পাওয়া যায়নি।
মেক্সিকোতে এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভয়াবহ এক ভূমিকম্পে ৪৬৫ জন প্রাণ হারান।

Share this content:

Related Articles

Back to top button