এবিএনএ: ক্লাউদিয়া শেইনবাউম লাতিন আমেরিকার দেশের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। কিন্তু জয়ের মাত্র ২৪ ঘন্টা পর এক মেয়রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আঞ্চলিক সরকার এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
এদিকে বিপুল ভোটে জয়ের মধ্য দিয়ে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিজ্ঞানী ক্লাউদিয়া শেইনবাউম (৬১)। তিনি দেশটির ক্ষমতাসীন বামপন্থী দলের প্রার্থী। আগামী ১ অক্টোবর বিদায়ি প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজের স্থলাভিষিক্ত হবেন তিনি। দেশটির নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, গত রবিবারের ভোটে মেক্সিকো সিটির সাবেক মেয়র ক্লাউদিয়া ৫৮ থেকে ৬০ শতাংশ ভোট পেয়েছেন।
প্রধান প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী শোচিত গালভেজের চেয়ে ৩০ শতাংশ ভোটে এগিয়ে আছেন তিনি। জয়ের পর এক ভাষণে ক্লাউদিয়া শেইনবাউম সাবেক প্রেসিডেন্ট লোপেজের উন্নয়নের ধারা বজায় রাখার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘মেক্সিকোর ২০০ বছরের ইতিহাসে আমিই প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছি। এটা শুধু আমার অজর্ন নয়, বরং সব নারীর অর্জন। আমি আপনাদের হতাশ করব না।’