জাতীয়বাংলাদেশলিড নিউজ

নাসিরনগরের ইউএনও প্রত্যাহার

এবিএনএ : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।  বিকেল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের এই কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এর আগে সন্ত্রাস ঠেকাতে ব্যর্থতার অভিযোগ ওঠার প্রেক্ষাপটে নাসিরনগর থানার ওসি আব্দুল কাদেরকে প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, ফেসবুকে এক পোস্টের জেরে নাসিরনগরে দুটি প্রতিবাদ সমাবেশের অনুমোদন দেন ইউএনও। পরে ওই সমাবেশ থেকে ধর্মীয় উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়। পরে নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।

Share this content:

Related Articles

Back to top button