আমেরিকালিড নিউজ

মুখোমুখি আলোচনায় বসছেন ট্রাম্প-পুতিন

এবিএনএ : অবশেষে আলোচনার টেবিলে মুখোমুখি বসতে যাচ্ছেন এ সময়ের সবচেয়ে আলোচিত দুই নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সপ্তাহের শেষের দিকে তারা জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন জার্মানিতে। সেখানেই আগামী শুক্রবার তারা আলোচনায় বসবেন। এমনটা নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরে এটাই হবে পুতিনের সঙ্গে তার প্রথম সাক্ষাত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা গত বছর ডিসেম্বরে মেরিল্যান্ড ও নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দুটি দূতাবাস বন্ধ করে দিয়েছেন। আলোচনায় উঠে আসবে সে প্রসঙ্গ। ভ্লাদিমির পুতিন ওই দুটি দূতাবাস খুলে দেয়ার দাবি তুলবেন। এ ছাড়া আলোচনায় সিরিয়া যুদ্ধ, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, ইউক্রেন সঙ্কট স্থান পাবে বলে মঙ্গলবার জানিয়েছেন পুতিনের সহযোগী ইউরি উশাকভ। তবে আলোচনায় কোনো পূর্ব নির্ধারিত এজেন্ডা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউজ। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়েছে, গত ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের ওই দুটি দূতাবাস বন্ধ করার পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে অবরোধ দেন। বহিষ্কার করেন বেশ কিছু কূটনীতিককে। তাই এবারের আলোচনায় এ ইস্যুটি স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে। ইউরি উশাকভ সোমবার বলেছেন, গত বছর ওবামা প্রশাসন যখন রাশিয়ার বিরুদ্ধে অবরোধ সহ নানা পদক্ষেপ নেন তখন রাশিয়া অস্বাভাবিক নমনীয়তা দেখিয়েছে। ওই দুটি দূতাবাস খুলে দেয়ার মাধ্যমে রাশিয়াকে কোনো প্রতিশোধমুলক পদক্ষেপ নেয়া থেকে বিরত রাখা যাবে। তিনি আরো জানান, সব বিষয়ে রাশিয়ার ধৈর্য্যরে একটি সীমা আছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার প্রথম ট্রাম্প ও পুতিনের মধ্যে আলোচনায় বসার পরিকল্পনার কথা প্রকাশ করেন। জার্মানিতে এবার জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজক জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। হামবুর্গে এ সম্মেলনে যোগ দেয়ার কথা বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে, জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন, চীনের প্রেসিডেন্ট সি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মেক্সিকোর প্রেসিডেন্ট পেনা নিয়েতো, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকোবি, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সহ আরো অনেক নেতার।

Share this content:

Back to top button