খেলাধুলালিড নিউজ

১১৮ মিনিটের গোলে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন লিভারপুল

এবিএনএ: কারাবাও কাপের ফাইনালে নাটকীয়তায় ভরা এক ম্যাচ দেখল দর্শকরা। রুদ্ধশ্বাস ম্যাচে অতিরিক্ত সময়ের শেষ দিকে এসে গোল পায় লিভারপুল। ম্যাচের ১১৮তম মিনিটে এসে সিমিকাসের কর্নার থেকে ভাসিয়ে দেওয়া বল লাফিয়ে উঠে হেড করেন ভার্জিল ফন ডাইক। এতেই ১-০ গোলে চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে ফেটে পড়ে পুরো অল রেড শিবির।

দুই বছর আগে একই টুর্নামেন্টের ফাইনালে স্মরণীয় টাইব্রেকার জিতে চ্যাম্পিয়ন হয়েছিল অলরেডরা। ২১ শটের ম্যারাথন টাইব্রেক সেটে সেবার ১১-১০ গোলে জিতেছিল লিভারপুল। এবারের ফাইনালেও কেউ কাউকে ছাড় দেননি। পুরো ম্যাচে লিভারপুল চেলসির গোলমুখে শট নিয়েছে ২৪টি, চেলসি নিয়েছে ১৯টি। তবে, নির্ধারিত ৯০ মিনিটে কেউই পারেননি গোলমুখে চূড়ান্ত শট নিতে। খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।

দীর্ঘ লড়াইয়ের পর ম্যাচ যখন টাইব্রেকারে গড়ানোর পথে, ঠিক তখনই দলকে উৎসবের উপলক্ষ এনে দেন ফন ডাইক। কর্নারে উড়ে আসা বল লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন ডাচ ডিফেন্ডার। ম্যাচের ভাগ্য গড়া হয়ে যায় ওখানেই। বাকিটা সময় জাল অক্ষত রেখে উৎসব শুরু করে লিভারপুল। চলতি মৌসুম শেষে বিদায়ের ঘোষণা আগেই দিয়েছেন ক্লপ। শেষের যাত্রায় আরও একটি ট্রফি জিতলেন এই জার্মান কোচ। এটি লিভারপুলের দশম কারাবাও কাপের শিরোপা। এর আগে ৯ বার এই শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল অলরেডরা।

Share this content:

Related Articles

Back to top button