আন্তর্জাতিকলিড নিউজ
মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনে জাতিসংঘের অভিযোগ প্রত্যাখ্যান সুচির


এবিএনএ : মিয়ানমারের পূর্বাঞ্চলে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নৃশংসতায় জাতিসংঘের অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটির কাউন্সিলর অং সান সুচি। এমনকি ইউরোপীয় ইউনিয়ন ও মানবাধিকার সংগঠনগুলোর চাপ সত্ত্বেও মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে তদন্ত করতে জাতিসংঘ টিমকে অনুমতি দেবে না বলেও জানিয়েছেন তিনি।
বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন নেতাদের সঙ্গে বেঠকের পর সুচি সাংবাদিকদের জানান, জাতিসংঘের এই ধরণের অভিযোগ ও তদন্তের সুপারিশ রাখাইনের দুইটি সম্প্রদায়কে আরো ভাগ করে দেবে, যা আমরা সমর্থন করতে পারিনা। এছাড়া এটি এখানে উদ্ভূত সমস্যার কোনো সমাধানই করবে না বলেও মন্তব্য করেন তিনি।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগকে উপেক্ষা করেন সুচি, এসময় নিজের সম্বন্ধে এমন অভিযোগকেও প্রত্যাখ্যান করেছেন তিনি। ধর্ষণ, হত্যা ও অগ্নিসংযোগের অভিযোগকে উপেক্ষা করার কোনো সুযোগ আমাদের নেই উল্লেখ করে সুচি আরো বলেন, এসব অভিযোগ খতিয়ে দেখতে ও বিচারের জন্য আমরা আদালতের উপর আস্থা রেখেছি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অন্যায়ভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন, ধর্ষণ ও হত্যার অভিযোগ পাওয়া গেছে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে।