আন্তর্জাতিক

মিয়ানমারে পানি উৎসবে নিহত ১৪ আহত ১৫২

এবিএনএ : মিয়ানমারে পানি উৎসব চলাকালে তিন দিনের বিভিন্ন ঘটনায় ১৪ জনের প্রাণহানি এবং ১৫২ জন আহত হয়েছে। শনিবার এ ঘটনাগুলো ঘটেছে বলে দেশটির এক কর্মকর্তা সোমবার এ তথ্য জানান। দেশটির সংবাদপত্র মায়ানমা আলিন ডেইলি জানিয়েছে, মাতাল অবস্থায় গাড়ি চালানোয় দুর্ঘটনা, ধর্ষণ, চুরি ও দলবদ্ধভাবে মারামারিসহ ১৪৭টি ঘটনা সংঘটিত হয় সেখানে।

গেলো  বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত দেশটিতে ঐতিহ্যবাহী পানিউৎসব চলে।মিয়ানমারে গেলো  বছরের পানি উৎসবে মোট ৩৬ জনের প্রাণহানি এবং ৩১৬ জন আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button