আমেরিকালিড নিউজ

মিয়ানমারের সেনাবাহিনীকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে: যুক্তরাষ্ট্র

এবিএনএ : মিয়ানমারের সামরিক জান্তা সরকারকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের মানুষ ও বেসামরিক সরকারকে ক্ষমতায় বসানোর পক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এসব কথা বলেছেন।

চলতি মাসের প্রথম দিনে মিয়ানমারের সেনাবাহিনী নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়। রক্তপাতহীন ওই অভ্যুত্থানের প্রথম প্রহরেই আটক করা হয় দেশটির শীর্ষ রাজনীতিকদের। এর মধ্যে মিয়ানমারের নির্বাচিত সরকারপ্রধান অং সান সু চি ও প্রেসিডেন্ট উ উইন মিন্টও রয়েছেন।

সংবাদ সম্মেলনে নেড প্রাইস বলেন, সামরিক জান্তার প্রতি যুক্তরাষ্ট্রের বদলায়নি। অবশ্যই ক্ষমতা ছেড়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তাদেরকে। মিয়ানমারের মানুষের প্রতি আমাদের অবস্থানেরও পরিবর্তন হয়নি।

Share this content:

Back to top button