আন্তর্জাতিকলিড নিউজ

মিয়ানমারের সঙ্গে চুক্তি বাতিল করল যুক্তরাজ্য

এবিএনএ : মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা ও তাদের ওপর নির্যাতনের কারণে দেশটির সঙ্গে সকল ধরণের সামরিক চুক্তি বাতিলের ঘোষণা করেছে যুক্তরাজ্য। এমনকি যতদিন পর্যন্ত রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ না হবে ততদিন সব ধরনের যৌথ সামরিক কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে।

বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেয়ার সময় থেরেসা মে এসব কথা বলেন। থেরেসা মে বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর যা হচ্ছে তাতে আমরা খুবই উদ্বিগ্ন। রোহিঙ্গাদের ওপর সামরিক পদক্ষেপ বন্ধ করতে হবে। তিনি বলেন, ‘যুক্তরাজ্যের সরকার আজ পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছে, মিয়ানমারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়াসহ সব কার্যক্রম বন্ধ থাকবে, যতদিন না তারা রোহিঙ্গা নির্যাতন বন্ধ করবে।’ প্রসঙ্গত, গত বছর মিয়ানমারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে ৪ লাখ ১২ হাজার ডলার ব্যয় করে যুক্তরাজ্য।

Share this content:

Related Articles

Back to top button