
এবিএনএ : আমিন গুলসে। কয়েকটি পরিচয় তার। ২০১৪ সালে তুরস্কের সেরা সুন্দরী নির্বাচিত হন তিনি। তবে এখন তার পরিচয়, মেসুত ওজিলের বাগদত্তা। বেশ কিছুদিন আগে সাবেক মিস তুর্কির আঙ্গুলে আংটি পরিয়েছেন আর্সেনালের এ জার্মান ফুটবলার। বিয়ের কাজটা না সারলেও একসঙ্গে চুটিয়ে ঘুরছেন তারা। ইংলিশ প্রিমিয়ার লীগের মৌসুম পরবর্তী ছুটিতে তারা একাধিক জায়গায় একসঙ্গে ঘুরে বেড়িয়েছেন। ইতিমধ্যে ইংলিশ প্রিমিয়ার লীগে ২০১৭-১৮ মৌসুম শুরু হয়ে গেছে। প্রতিটি দল একটি করে ম্যাচ খেলে ফেলেছে। নিজেদের প্রথম ম্যাচে লেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়েছে ওজিলের আর্সেনাল। সামনের ম্যাচ শনিবার। তবে এরই ফাঁকে বান্ধবীকে নিয়ে ঘুরতে বের হলেন তিনি। লন্ডনের একটি কাবাব হাউজে যান তারা। সেখানে পাওয়া যায় তুরস্কের ঐতিহ্যবাহি খাবার। আর সেখানে যাওয়া ও বের হওয়ার পথে ক্যামেরায় ধরা পড়েন ওজিলরা। ওজিল ও আমিন গুলসের সঙ্গে অদ্ভুত এক মিল রয়েছে। দু’জনের শেকড় একই- তুরস্কের বংশদ্ভুত। কিন্তু দু’জনের জন্মই অন্য দেশে। মেসুত ওজিলের জন্ম জার্মানিতে এবং দেশটির জাতীয় দলের হয়ে খেলেন তিনি। আর আমিন গুলসের জন্ম ও বসবাস সুইডেনে।
Share this content: