বাংলাদেশরাজনীতিলিড নিউজ

মোড়েলগঞ্জে আ.লীগের দুই নেতা হত্যার ঘটনায় জামিল হোসাইনের সংবাদ সম্মেলন

এবিএনএ: বাগেরহাটের মোড়েলগঞ্জের দৈবজ্ঞহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিহিদার আনছার আলী ও যুবলীগ সদস্য শুকুর শেখের হত্যার ঘটনায় বিশৃঙ্খলা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির শ্রম ও জনশক্তি বিয়ষক সদস্য মো. জামিল হোসাইন। মঙ্গলবার জানাজা মাঠে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি মোজাম্মেল হোসেনের উপস্থিতিতে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হওয়ায় নেতা কর্মীদের কে শান্ত থাকার আহ্বান জানিয়ে আজ মোড়েলগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়।

তিনি বলেন, দৈবজ্ঞহাটী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা দিহিদার আনছার আলী সহ যুবলীগ সদস্য শুকুর শেখের হত্যার প্রশাসনের প্রতি তদন্ত পূর্বক অপরাধীদের বিচার দাবি জানান। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল ৫টায় সেলিমাবাদ কলেজ মাঠে জানাজা অনুষ্ঠানে সংসদ সদস্য মোজাম্মেল হোসেনকে লাঞ্চিত করার ঘটনায় পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে প্রশাসনের প্রতি এ ঘটনারও তদন্ত দাবি করেন এ নেতা। আওয়ামী লীগ নেতা জামিল হোসাইন আরো বলেন, আওয়ামী লীগ হত্যার রাজনীতিকরে না। দলের মধ্যে যারা গ্রুপিং সৃষ্টি করছেন তারা দলের মঙ্গল কখনও চায় না। যদি দলকে ভালবেসে থাকেন তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলেন। সাধারণ মানুষের মাঝে আওয়ামী লীগ সরকারের সফলতার কথা তুলে ধরেন। এ সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু যুব সেন্টার নেতা মো. বাদশা মীর, যুবলীগ নেতা বিপ্লব হাওলাদার, কামরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা সোলায়মান ইসলাম বাবু, যুব সেন্টার সদস্য মাহমুদুল ইসলাম প্রিন্স, রুবেল শেখ, রুহুল শেখ  ও জুয়েল শেখ।

Share this content:

Back to top button