জাতীয়বাংলাদেশলিড নিউজ

মিরপুরে শিক্ষার্থীদের ওপর পুলিশ-যুবকদের হামলা

এবিএনএ: নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চলাকালে মিরপুর-১৪ নম্বরে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও কিছু যুবক হামলা করেছে। ইট-পাটকেল ও লাঠি নিয়ে এই হামলা করা করা হয়। নিরাপদ সড়কের দাবিতে আজ পঞ্চম দিনের মতো আন্দোলন চলছে।মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজের এক শিক্ষার্থী বলেন, আজ বেলা চারটার দিকে মিরপুর ১৪ নম্বরে তাদের জমায়েত স্থলে পুলিশ এসে হেনস্তা করা শুরু করে। এরপর পুলিশের সঙ্গে পরিচয়পত্র ছাড়া কিছু যুবক এসে শিক্ষার্থীদের গায়ে হাত তোলে। ধাওয়া দেয়।

শিক্ষার্থীদের ওপর হামলা চালায় অপরিচিত কিছু যুবক। এ সময় যুবকদের কারও কারও মাথায় হেলমেট দেখা যায়। ঢাকা, ২ আগস্ট। ছবি: সাজিদ হোসেন

শিক্ষার্থীদের ওপর হামলা চালায় অপরিচিত কিছু যুবক। এ সময় যুবকদের কারও কারও মাথায় হেলমেট দেখা যায়। হোসেনশিক্ষার্থীরা তখন মিরপুর ১০ নম্বরে অবস্থান নেয়। তাদের অভিযোগ, পুলিশ ও স্থানীয় যুবকেরা মিলে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। তবে তারা পথ ছাড়েননি। সেখানে দেখা যায়, ছবি তুলতে ও ভিডিও করতে বাধা দিচ্ছিল পুলিশ ও কিছু যুবক। ঢাকার বিমানবন্দর সড়কে গত রোববার জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। এ ঘটনার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা আন্দোলন করছে।

Share this content:

Related Articles

Back to top button