
এবিএনএ : বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের মতো সাথী পেয়েছেন বলেই বঙ্গবন্ধু সফল হয়েছেন মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত শেখ হাসিনা বলেন, আমার আব্বা (বঙ্গবন্ধু) মায়ের মতো (শেখ ফজিলাতুন নেছা) একজন সাথী পেয়েছিলেন বলেই তিনি তার জীবনে সংগ্রাম করে সফলতা পেয়েছিলেন। ‘আমার কষ্ট, আমার মা সারা জীবন কষ্ট করে গেলেন। আমি সবার কাছে তার জন্য দোয়া চাই।
প্রধানমন্ত্রী বলেন, ঘাতকের দল যেভাবে আমার মায়ের উপর গুলি চালিয়েছে, সেটা কখনো ভাবতে পারিনি। আমার মনে হয়, ঘাতকের দল জানতো এদেশের স্বাধীনতার পেছনে আমার মায়ের অবদান।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ স্মরণসভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তৃতায় মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে বারবার অশ্রুসিক্ত হন প্রধানমন্ত্রী। এসময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
Share this content: