জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘মাহাথির ক্ষমতায় আসায় জনবল পাঠানো সহজ হবে’

এবিএনএ : মালয়েশিয়ার সরকারে ড. মাহাথির মোহাম্মদ পুনরায় অধিষ্ঠিত হওয়ায় দেশটিতে বাংলাদেশের জনবল পাঠানো আরও সহজ হবে বলে প্রত্যাশা করছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

শনিবার (১৯ মে) সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) ৮ নম্বর ফ্লোরে ডিবেট ফর ডেমোক্রেসি এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। দৃষ্টি-প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘যুক্তি আলোয় দেখি’ শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। মাহাথির মোহাম্মদকে অভিবাসন ও বাংলাদেশের পক্ষের লোক মন্তব্য করে মন্ত্রী বলেন, তিনি (মাহাথির) আমাদের পক্ষের লোক। তার সঙ্গে আমাদের আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সুতরাং মালয়েশিয়ায় লোক পাঠাতে কোনও সমস্যা হবে না, বরং আরও ভালো হবে।

Share this content:

Back to top button