জাতীয়বাংলাদেশলিড নিউজ

মালিবাগ-মৌচাক সড়ক: এক সপ্তাহের মধ্যে মেরামতের নির্দেশ

এ বি এন এ : রাজধানীর মালিবাগ-মৌচাক সড়কের বেহালদশায় ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়কটি মেরামত করে রাস্তা যান চলাচলের উপযোগী করা এবং পানি সরিয়ে দিতে তমা কন্সস্ট্রাকশন ও ঢাকা ওয়াসাকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন তিনি। আজ বুধবার সকালে স্থানীয় সরকার এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যৌথ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিফ্রিং করেন মন্ত্রী।

 

এর আগে তিনিসহ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা মালিবাগ-মৌচাক সড়ক পরিদর্শন করেন। রাস্তার বেহালদশার কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, রাস্তায় পানি জমে যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়ার জন্য ওয়াসা এবং ফ্লাইওভার নির্মাণ কাজে থাকে তমা কনস্ট্রাকশন দায়ী। তারা রাস্তা ঠিক না করায় চূড়ান্তভাবে তাদের সাতদিনের সময় দেওয়া হলো। এ সাতদিনের মধ্যে রাস্তা উপযোগী করে দিতে হবে, না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Share this content:

Related Articles

Back to top button