আন্তর্জাতিকলিড নিউজ

মালিতে সশস্ত্র ব্যক্তিদের হামলায় নিহত ৩৭

এবিএনএ: মালির মধ্যাঞ্চলে সশস্ত্র ব্যক্তিদের হামলায় ফুলানি গোষ্ঠীর ৩৭ ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। সম্প্রতি ফুলানি গোষ্ঠী ও বিপক্ষের গোষ্ঠীগুলোর মধ্যে সংহিসতা বেড়ে চলছে। আর এ কারণে মালির আধাশুস্ক ও মরু অঞ্চলে বসবাসরতদের নিরাপত্তা পরিস্থিতি চরম বিপর্যয়ের মুখে পড়েছে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে,ঐতিহ্যবাহী দোনজো শিকারীদের পোশাক পড়া সশস্ত্র ব্যক্তিরা মোপতি এলাকার কৌলোগন গ্রামে হামলা চালায়। নিহতদের মধ্যে কয়েকটি শিশু রয়েছে।
নিকটবর্তী শহর বানকাসের মেয়র মৌলাগি গুইনদো জানিয়েছেন, নতুন বছরের প্রথম দিনে ফজরের আজানের সময় কৌলোগনের ফুলানি অংশে হামলাটি চালানো হয়। ওই এলাকার এক কিলোমিটারেরও কম দূরত্বে কৌলোগনের অপর অংশে দোগোন গোষ্ঠীর বাস এবং ওই অংশে হামলা হয়নি বলে জানিয়েছেন তিনি।

Share this content:

Back to top button