আমেরিকালিড নিউজ

মার্কিন শিক্ষার্থীকে মুক্তি দিলো উ. কোরিয়া

এবিএনএ : ১৫ বছরের সাজাপ্রাপ্ত  আমেরিকার  ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওটো ওয়ার্মবিয়ারকে মুক্তি দিয়েছে উত্তর কোরিয়া। তবে তার বাবার দাবি, গেলো একবছর ধরে সে ‘কোমায়’ রয়েছে।
মঙ্গলবার ওই ২২ বছরের তরুণকে বহনকারী বিমানটি আমেরিকার ওহাইও বিমানবন্দরে পৌঁছে। এসময় মার্কিন সংবাদমাধ্যমকে তার পরিবার জানায়, ২০১৬ সালের মার্চে বিচার শুরু হবার পর থেকেই তাদের সন্তান কোমায় রয়েছে।
জানা গেছে, ২০১৬ সালের শুরুতে উত্তর কোরিয়ার একটি রাজনৈতিক ব্যানার চুরির চেষ্টার অভিযোগে ওটো ওয়ার্মবিয়ারকে আটক করা হয়। পরে অবশ্য এ ঘটনায় তিনি কর্তৃপক্ষের কাছে ক্ষমা চান। একই বছরের মার্চে উত্তর কোরিয়ার একটি আদালত রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে ওয়ার্মবিয়ারকে দোষী সাব্যস্ত করেন। তার বিরুদ্ধে ১৫ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত।ওহাইওতে নামার পর ওটোকে একটি অ্যাম্বুলেন্সে করে সিনসিনাটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Share this content:

Back to top button