এবিএনএ : এবার বাল্টিক সাগরের ওপর আন্তর্জাতিক আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি পরিদর্শন বিমানের গতিরোধ করেছে রাশিয়ার এসইউ-২৭ যুদ্ধবিমান। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বলেছে, ‘এ ধরনের আচরণ ঝুঁকিপূর্ণ এবং অপেশাদার।’ পেন্টাগনের মুখপাত্র লরা সিল বলেন, ‘মার্কিন বিমানটি আন্তর্জাতিক আকাশসীমায় ছিল এবং এটি কখনও রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করেনি।’
গত সপ্তাহে রুশ যুদ্ধবিমান মার্কিন রণতরী ইউএসএস ডোনান্ড কুক ঘিরে একাধিকবার চক্কর দিলে এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবারের ঘটনায় ওই রণতরীর মাত্র ৩০ ফুট দূরে একটি রুশ এসইউ-২৪ যুদ্ধবিমান চক্কর দেয়। বিবৃতিতে লরা সিল বলেন, ‘এ ধরনের ঝুঁকিপূর্ণ এবং অপেশাদার বিমান গতিরোধ সংশ্লিষ্ট ক্রুদের জন্য সম্ভাব্য ক্ষতি এবং আহতের কারণ হতে পারে।’ তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা- একজন পাইলটের এ ধরনের ঝুঁকিপূর্ণ ও অপেশাদার কর্মকাণ্ডে দুদেশের মধ্যে অপ্রয়োজনীয় উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা থাকে।’ তবে রাশিয়া এ ধরনের কর্মকাণ্ডকে বেপরোয়া এবং উস্কানিমূলক হিসেবে দেখতে চাইছে না যা চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দেশের মধ্যে অব্যাহত উত্তেজনা আরও বাড়াচ্ছে।