আমেরিকালিড নিউজ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না অপরাহ

এবিএনএ : ২০২০ সালে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন বলে সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন জনপ্রিয় উপস্থাপিকা অপরাহ উইনফ্রে। তবে এবার সাফ জানিয়ে দিলেন প্রেসিডেন্ট নির্বাচনের মাঠে নামার কোনো ইচ্ছেই তার নেই।স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ‘ইনস্টাইল’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন অপরাহ। অপরাহ উইনফ্রে বলেন, ‘নিজের ওপর আত্মবিশ্বাস রয়েছে। আমি ভাল করেই জানি কোন কাজটি আমি করতে পারবো, আর কোনটি পারবো না। তাই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছে নেই।’  চলতি বছরের শুরুর দিকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আজীবন সম্মাননা পাওয়ার পর এক বক্তব্যে অপরাহ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত তিনি। সে লক্ষ্যে আগামী নির্বাচনে মাঠে নামবেন।তারকা এই উপস্থাপিকার বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অপরাহর প্রতিদ্বন্দ্বীতার গুঞ্জন ছড়িয়ে পড়ে। ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প বলেন, নির্বাচনে তিনি সহজেই অপরাহকে পরাজিত করতে পারবেন।

Share this content:

Related Articles

Back to top button