মার্কিন পণ্যে শুল্ক বসিয়ে জবাব দিল চীন

এবিএনএ : যুক্তরাষ্ট্রের ১২৮টি পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করেছে চীন। এসব পণ্যের মধ্যে রয়েছে শুকরের মাংস ও মদ। গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট চীনকে লক্ষ্য করে বৈদেশিক স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর কর বাড়ানোর প্রেক্ষিতে এ পদক্ষেপ নিল চীন। সোমবার থেকে কার্যকর হওয়া চীনের নতুন এ শুল্ক আরোপের ফলে ৩ বিলিয়ন ডলার অতিরিক্ত আমদানি শুল্ক গুণতে হবে ব্যবসায়ীদের।
বেইজিং জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্কারোপের ফলে যে ক্ষতির সম্মুখীন হয়েছে তার বিপরীতে ‘চীনা স্বার্থ ও ভারসাম্যের রক্ষাকবচ’ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। চীন আগেই ঘোষণা দিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ চায় না। তবে তাদের অর্থনীতি আঘাতপ্রাপ্ত হলে চুপ করে বসে থাকবে না।
রোববার অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তের পর দেশটি জানিয়েছে, ডোলান্ড ট্রাম্পের সিদ্ধান্তের প্রত্যুত্তরে নতুন বাণিজ্য শুল্ক আরোপ করা হলো। তবে চীনা পণ্যে শুল্ক বৃদ্ধির পর ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন, ‘বাণিজ্যযুদ্ধ ভালো এবং যুক্তরাষ্ট্রের জন্য এতে জয়ী হওয়া সহজ।’ মার্কিন কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে, চীনা পণ্য আমদানিতে আরো শত শত বিলিয়ন ডলার শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে তাদের। তারা জানায়, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর ক্ষতি করে চীন যে ‘অন্যায্য বাণিজ্য চর্চা’ করে আসছিল, তার প্রেক্ষিতে তারা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়। চীনের পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের অ্যালুমিনিয়াম ও শুকরের মাংসের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপিত হলো। এ ছাড়া, বাদাম, সতেজ ও শুষ্ক ফল, জিনসেং ও মদের ওপর ১৫ শতাংশ শুল্ক বেড়েছে।
Share this content: