এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ইতিহাসের সবচেয়ে বড় বাজি ধরা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কে জিতবে সেটা নিয়ে রবিবার পর্যন্ত ১৩০ মিলিয়ন ডলার বাজি ধরা হয়েছে! আগে কোনো নির্বাচন নিয়ে এত বড় বাজি ধরা হয়নি। ২০১২ সালে এর পরিমাণ ছিল মাত্র ৫০ মিলিয়ন ডলার। বিভিন্ন জরিপে ধারণা করা হচ্ছে মঙ্গলবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। যুক্তরাজ্যভিত্তিক ইন্টারনেট বেটিং এক্সচেঞ্জ বেটফেয়ার রবিবার জানায়, ‘নেক্সট প্রেসিডেন্ট’ শীর্ষক বাজিতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করছে বাজিকররা। রাজনৈতিক কোনো ইভেন্টকে কেন্দ্র করে সবচেয়ে বেশি বাজি ধরা হয়েছিল যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের ভোটকে (ব্রেক্সিট) কেন্দ্র করে। সেই ভোটকে কেন্দ্র করে ১৫৯ মিলিয়ন ডলার বাজি ধরা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ব্রেক্সিটকেও ছাড়িয়ে যাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় তিনটি বাজিকর সংস্থার হিসেব বলছে, হিলারির মার্কিন প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা ৮৩ শতাংশ। মার্কিন বাজিকর সংস্থাগুলোর মতে সেই সম্ভাবনা হচ্ছে ৭০ থেকে ৮০ শতাংশর মধ্যে। রবিবার এফবিআই, ক্লিনটনের নতুন পাওয়া ই-মেইলগুলোতে বেআইনি কিছু নেই বলে ঘোষণা দেয়ার পরে তার সম্ভাবনা বেড়েছে বলে মনে করছে বাজিকর সংস্থাগুলো। বাজিকর সংস্থা বেটফেয়ার জানিয়েছে, ব্রেক্সিট সমর্থনকারী দুই তৃতীয়াংশ সমর্থক ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছে। পলিটিকো সংবাদপত্রের কলামিস্ট ও ১৫ বছর ধরে পেশাদার বাজিকর পল কৃষ্ণমূর্তি মনে করেন হিলারি বড় ব্যবধানে জিততে চলেছেন।